Tuesday, May 6, 2014

আপনিই হয়ে যান আপনার বাংলালিংক সীমের কাস্টমার ম্যনেজার

Be the first to comment!

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন।
আজ আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক এর অনলাইন সার্ভিসসিস্টেম।
প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন

২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
আপনিই হয়ে যান আপনার বাংলালিংক সীমের কাস্টমার ম্যনেজার৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে :
প্রথমে আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন
reg আর পাঠিয়ে দিন ৯৮৭৬ নাম্বারে।
সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
তার পর নিচের লিংক যানঃ
 বাংলালিংক অনলাইন সার্ভিস click here
Mobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন।

Related Post:

  • এখন থেকে আপনি নিজেই করুন মোবাইল সার্ভিসিংমোবাইল সার্ভিসিং শিখতে চান তাহলে এই লেখাটি ভালো পড়ে নিন হয়ে যান নিজেই মোবাইল ইঞ্জিনিয়ার প্রথমেই পরিচিত হয়ে নিই মোবাইল সার্ভিসিং এর জন্য যে সব টুলসগুলো প্রয়োজন সেগুলোর সাথে। ১, screwdriver বিভিন্ন সেটের জন্য বিভিন্ন  স্ক্রু ড্রাইভার থাকে। আপনারটি দেখে কিনুন। ২।  চিমটা । এটা মোবাইল সার্ভিসিং এর জন্য অবশ্যই প্রয়োজন। ৩। Work Station আমরা বলি হটগান বা তাতাল… Read More
  • চকলেটের কি-বোর্ড, মানুষের তৈরি হাতি এবং আউডির তৈরি বাই-ছাইকেল এবং বিদ্যুৎ বিহীন ছকেট! আজকের আমার এই পোস্টটি সম্পুর্নই ভিন্ন একটি বিষয়ের উপর, কিছু বিস্ময়কর ছবির পরিচয় খুঁজতে গিয়েই তথ্যগুলো জানলাম ভাল লাগল তাই সকলেরই সাথে শেয়ারও করলাম আশা করি সবার ভাল লাগবে। প্রথমেই আলচনা করব বেরিয়ার রিফ ন্যাশনাল পার্ক নিয়ে এবং এর পরে আলোচনা করব সম্পুর্ন চকলেটের তৈরি একটি কি-বোর্ড সম্পর্কে। দ্বিতীয় এবং তৃতীয়তে আলোচনা করব একটি বাই-ছাইকেল সম্পর্কে, যা ঘন্টায় ৮০ কিলমিট… Read More
  • live tv শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। দেশ জুড়ে শুরু হচ্ছে থ্রিজি নিয়ে মাতামাতি। তাই এখন  পিসি হেকেই আমরা খুব সহজে ইন্টারনেট টিভি এর স্বাদ নিতে পারব।  এজন্য আমার আজকের পোস্ট কয়েকটি অনলাইন টিভি চ্যানেল এর উপর। Sports Channels 01.Ten Cricket 04.PTV Sports 05.ESPN Live 06.DD Sports 07.Star Sports 08.Ten Sports 09.Ten Action 10.Sony Six 11.NBA Tv 12.Geo S… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment