Saturday, December 28, 2013

আপনার এন্ড্রয়েড এর জন্য ছোট কিন্তু উপকারি একটা এপ।

এন্ড্রয়েড বর্তমান সময়ের জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম। দিন দিন এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যাবহার কারির সংখ্যা বাড়ছে। আমরা যারা এন্ড্রয়েড ব্যাবহার করি তারা নানা প্রয়োজনে কোন এপ এ
কাজ করার সময় বা গেমস খেলার সময় অন্য কোন এপ এ যেতে হয়। তখন অন্য এপ গুলা মিনিমাইজ করে অন্য গুলা ব্যাবহার করি। কিন্তু একটা ছোট টাচার ব্যাবহার করলে আপনে খুব সহজে একটা এপ রানিং থাকা অবস্তায় সেটা মিনিমাইজ না করেই আপনার জরুরি এপ এ যেতে পারবেন।  এপ টির সাইজ মাত্র ১,৩ এম বি।
প্রথমে এপ এর APK ফাইল টি ডাউনলোড করে নিন এখান থেকে ।
ডাউনলোড লিঙ্ক
এপ টি ইন্সটল করা হয়ে গেলে রান করুন। এর পর আপ্নে আপনার হোম স্ক্রিন সহ যেখানেই যান না কেন আপনার স্ক্রিন এ একটা হালকা সাদা কালারের সার্কেল দেখতে পাবেন। এটা আপ্নে মুভ করে নিতে পারেন।
Screenshot_2013-09-23-21-47-24সাদা বাটন টা তে ক্লিক করে আপনে ফেবারিট অপশন এ গিয়ে আপনার জরুরি এপ সমুহ এড করে দিতে পারেন যাতে যে কোন মুহূর্তে সেগুলো এক্সেস করতে পারেন।
Screenshot_2013-09-23-21-54-03
Screenshot_2013-09-23-21-54-20
এর পর থেকে আপনি যেখানেই যান না কেন সাদা বাটন টি থাকছে আপনার সাথে। আপনি গেমস খেলার সময় ও এই হাল্কা সাদা বাটনে ক্লিক করে অন্যান্য এপ সমুহ এক্সেস করতে পারবেন।
Screenshot_2013-09-23-21-58-06
এবার ইউজ করে দেখুন। আশা করি ভাল লাগবে। টেকটুইট এ এটাই আমার প্রথম পোস্ট। ভুল থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।

Related Post:

  • যে কোন অ্যান্ড্রয়েডে যোগ করুন “Multi-Window” ফিচারআমারা অনেকেই samsung এর সেট গুলোতে মাল্টি উইন্ডো ফিচার টি দেখেছি। কিন্তু ইউজ করার সৌভাগ্য এখনো অনেকের হয় নাই। তাই আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার android সেটএ মাল্টি উইন্ডো ব্যাবহার করবেন। Requirements: রুটেড অ্যান্ড্রয়েড সেট ইন্টারনেট কানেকশন android version 4.0.x + আপনার ফোন এর কোন প্রকার ক্ষতির জন্য আমি দায়ী থাকব না চলুন এইবার শুরু করা যাক।… Read More
  • “Temple Run Oz Mod” সাথে থাকছে Unlimited Coins & Gems & Life.সবাই কে জানাই শীতের সকালের এক রাশ শিশিরে শুভেচ্ছা। সবাই নিশ্চই ভাল আছেন? সবার ভাল লাগা আর একটু বাড়িয়ে দিতে আর গেমসের পিছনে আর একটু সময় বেশি ব্যয় করাতে আজ আমার আগমন । আজ আপনাদের উপহার দিব “Temple Run Oz” এর অফুরন কয়েনস আর জিমস। কিভাবে করবেনঃ ১। “Temple Run Oz” টা ইনিষ্টল থাকতে হবে আর না থাকলে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন, আর না পারলে আমার ব্লগ থেকে ডাউনলোড করে… Read More
  • আপনার android ডিভাইস কে সবসময় রাখুন পরিস্কার আর স্পিডি ছোট একটি এপ্স দিয়েআমারা যারা android ব্যাবহার করি তারা সবসময় একটা সমস্যার সম্মুখীন হতে হয় তা হল ডিভাইস স্লো হয়ে যায়  যা কিনা এক বিশাল ঝামেলা । আর এই স্লো হয় কেচ,জাঙ্ক ফাইল জমে । তাই ডিভাইস কে ফাস্ট আর পরিষ্কার রাখতে হলে এই কেচ,জাঙ্ক ফাইল রিমুভ করতে হয় ।আজ আমি আপনাদের সাথে একটি এপ্স শেয়ার করবো যা দিয়ে আপনি সবসময় আপনার android ডিভাইস কে ফাস্ট আর পরিষ্কার রাখতে পারবেন । এপ্… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment