কাজ করার সময় বা গেমস খেলার সময় অন্য কোন এপ এ যেতে হয়। তখন অন্য এপ গুলা মিনিমাইজ করে অন্য গুলা ব্যাবহার করি। কিন্তু একটা ছোট টাচার ব্যাবহার করলে আপনে খুব সহজে একটা এপ রানিং থাকা অবস্তায় সেটা মিনিমাইজ না করেই আপনার জরুরি এপ এ যেতে পারবেন। এপ টির সাইজ মাত্র ১,৩ এম বি।
প্রথমে এপ এর APK ফাইল টি ডাউনলোড করে নিন এখান থেকে ।
ডাউনলোড লিঙ্ক
এপ টি ইন্সটল করা হয়ে গেলে রান করুন। এর পর আপ্নে আপনার হোম স্ক্রিন সহ যেখানেই যান না কেন আপনার স্ক্রিন এ একটা হালকা সাদা কালারের সার্কেল দেখতে পাবেন। এটা আপ্নে মুভ করে নিতে পারেন।
এর পর থেকে আপনি যেখানেই যান না কেন সাদা বাটন টি থাকছে আপনার সাথে। আপনি গেমস খেলার সময় ও এই হাল্কা সাদা বাটনে ক্লিক করে অন্যান্য এপ সমুহ এক্সেস করতে পারবেন।
এবার ইউজ করে দেখুন। আশা করি ভাল লাগবে। টেকটুইট এ এটাই আমার প্রথম পোস্ট। ভুল থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।
Post a Comment