Saturday, January 4, 2014

সবাইকে অবাক করে দিয়ে কথা বলবে আপনার ছবি ৷ কি অবাক হলেন?

বিসমিল্লাহির রাহমানীর রাহীম। আসসলামুওয়াইকুম। সবাই কেমন আছেন? এন্ড্রয়েড নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা আমার থেকেও
অনেক ভাল জানেন। আজ যে দিকে তাকাই সেদিকে একটাই নাম আর সেটা হচ্ছে “এন্ড্রয়েড”। কি না হয়! এন্ড্রয়েড ফোন দিয়ে। লক্ষ লক্ষ এন্ড্রয়েড

অ্যাপস আছে গুগল প্লে তে। আমাদের শুধু খুঁজতে হয় কোন কাজের কোন অ্যাপস। তাই আজ আমি আপনাদের ৩.৫৭ ডলার মূল্যের একটি সফটওয়্যার একদম ফ্রীতে দিয়ে দিলাম ৷ অ্যাপসটির নাম PhotoSpeak 3D Talking Photo.
যা আপনাকে অবাক করে দেবে। আপনার ছবি নড়েচড়ে কথা বলবে, আপনি ইচ্ছা করলে ছবিতে চশমা ও চুল লাগিয়ে দিতে পারবেন।
image
ক্যামেরা মেনুতে ক্লিক আপনার ছবি আপলোড করুন ৷ Voice লিস্ট এ আপনার রের্কডকৃত সাউন্ড জমা হবে, এখান থেকে সাউন্ড পরিবর্তন করে নিবেন ৷ Record মেনুতে ক্লিক করে নতুন সাউন্ড রের্কড করতে পারবেন ৷ Play মেনুতে ক্লিক করলে আপনার ছবি কথা বলতে শুরু করবে ৷ Face List টে আপনার সকল ছবি জমা ৷ ছবির উপর ডাবল ক্লিক করলে আপনার ছবিতে চুল,চশমা যোগ হবে ৷ আশা করি সবাই বুঝতে পেরেছেন ৷ তাহলে এবার পেইড অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করে নিন ৷
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সবাইকে ধন্যবাদ ৷


Related Post:

  • খুব সহজে প্রতি ঘণ্টায় আয় করুন ফ্রি বিটকয়েন [1 BITCOIN = $450.36!!!] বিটকয়েন কি? বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নামক ব্যাক্তি এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিট… Read More
  • ১৫ টি অসাধারণ এন্ড্রোয়েড থিম ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ এর জন্য । শুরু হয়েছে আমাদের সবার প্রিয় বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে আজ আমি আপনাদের দেব ১৫ টি অসাধারণ এন্ড্রোয়েড থিম যা আপনাদের মোবাইলকে আরও আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে থিম গুলো নিয়ে নেইঃ  1. The Brazil World Cup by LadyAn. (Icon, wallpaper and widget) [Download] 2. Korea World Cup by Ningtieying. (Icon, wallpaper and widget) [… Read More
  • IDM হ্যাক করে স্পিড দ্বিগুণ করে নিন। স্পীড বাড়বেই IDM সফটওয়্যার টি আপনারা সবাই ব্যবহার করেন। কারণ মজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম যেখানে স্পীড দেয় ২০-২৫ KBPS সেখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দেয় ৮০-৮৫ KBPS। তাছাড়া ডাউলোড রিজিউম, ব্রোকেন লিঙ্ক ঠিক করা, ইউটিউব এর ভিডিও ডাউনলোড এক কথায় যে কোন কিছু ডাউনলোড করতে IDM এর বিকল্প নাই। [কেউ পাইলে জানাইয়েন]। আমরা তো IDM এর এই স্পীড নিয়াই নাচানাচি করি। কিন্তু আমর… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment