Saturday, January 4, 2014

নিজেই তৈরি করুন গেমস সহজেই

আপনি কি ভিডিও গেমস খেলেন? ভিডিও গেমস গুলো দেখে এখন আপনিও তৈরি করতে পারেন গেমস। বিভিন্ন মানের গেমস গুলো আপনি আজকে এই স্পেট এ মাধ্যমে তৈরি করা সম্পর্কে সাধারণ
ধারণা পাবেন আর যদি আপনি সফটওয়ার ডাউনলোড করে কাজ করতে পারেন, অবশ্যই আপনি গেম তৈরি করতে পারবেন। তাহলে আসুন শুরু করি :

১. Kodu Visual Programming Language




Kodu হয় হাই ডেফিনেশন সফর্টওয়্যার যা আপনার প্রফেশনাল গেম তৈরি করতে সাহায্য করে। আপনি এই সফটওয়ারের সাহায্য action adventure or racing or shooting গেমস তৈরি করতে পারেন। আপনি Kodu XBox 360 দিয়ে ‍আপনার গেম গুলো খেলতে পারবেন।
এই সফটওয়ারটির ইন্টারফেইস  ও গেমস বানানো প্রক্রিয়াটি একটু জটিল , সেইজন্য আপনি অনলাইন টিউটোরিয়াল দেখতে পারেন আর ইউটিউব এই প্রচুর ভিডিও টিউটোরিয়াল আছে। সফটওয়ারটি ইনিস্টল করার জন্য প্রথমেই, প্রধান মেনু থেকে বিভিন্ন অপশন দেখা যাবে। ‘Load world’ সিলেক্ট করুন এবং তার পর আপনার সামনে নতুন খেলা তৈরির টুলস আসবে। খেলা মধ্যে অনেক কিছু এড করতে হবে যেমন পরিপার্শিক অবস্থা, আকাশ রং, রং প্রদর্শন, জমি জমিন ইত্যাদি  এবং আইকন আপনি সরাসরি কোডিং করে দিতে পারবেন । আপনি যদি সঠিক ভাবে কোড ব্যবহার করতে পারেন তবে এটি একটি চমৎকার সফটওয়ার যা দিয়ে আপনি গেমস তৈরি করতে পারেন।

যদিও এই সফটওয়ারটি একটি খুবেই ভাল এবং জনপ্রীয় সফটওয়ার কিন্তু বিভিন্ন সময় আপনার বিভিন্ন টিউটোরিয়াল দেখে কাজ করতে হবে পারে সেই জন্য গুগল এর সাহায্য নিতে হবে।

-: সফটওয়্যার ডাউনলোড করুন :-


২. Yoyo Game Maker




GameMaker একটি ফ্রি এবং সহজেই ব্যবহারযোগ্য সফর্টওয়ার। ডিজাইন এবং আপনার নিজস্ব 3D ভিডিও গেম এই সফটওয়ার দিয়ে খেলা যাবে। ডাউনলোড করুন এবং ইনিষ্টল করে শুরু করে দিন আপনার গেমস তৈরি করার সৃজনশীলতা।

এই সফটওয়ার দিয়ে প্রধান মেনু সহ , add objects, things, people, backgrounds, sounds, বিভিন্ন actions ইত্যাদি যুক্ত করতে পারবেন। উপরের ছবিতে মেইন মেনু অপশনে কিভাবে গেম তৈরি করবেন তা দেখাচ্ছে। মেনুতে প্রয়োজনীয় ফোল্ডারের উপর ডান ক্লিক করলে অ্যাড দিতে পারেন অথবা একটি বাটন আপনার খেলা ছবি আপলোড বা শব্দের ইফেক্ট আপনার পিসি দিয়ে ব্রাউজ করতে দিতে পারবেন।

এটি একটি সহজে থৈরি করার মত গেম মেকার সফটওয়ার যা সবাই মুটামুটি ভাবে ব্যবহার করতে পারেন।

-: সফটওয়্যার ডাউনলোড করতে :-

৩. Adventure Maker


Adventure মেকার একটি ভিডিও গেম তৈরি করার ফ্রি সফ্টওয়্যার। এই টুলকিট টি উইন্ডোজ প্ল্যাটফর্ম  এ চালানো যাবে যা আপনি স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং ছাড়া আপনার ‘point-and-click’ এর মাধ্যমে ভিডিও গেম তৈরি করতে পারবেন। এটি খুবেই ভাল একটি ভিডিও গেমস তৈরির সফর্টওয়ার এবং এটি PSP, আইফোন এবং আইপড এ চালাতে পারবেন।



Adventure  মেকার এ বিনামূল্যে খেলা তৈরি করতে পারেন, তারপর ডাউনলোড করুন এবং সেই জন্য আপনার দরকার হবে কিছু ছবি। আপনি একটি ছবি ক্যামেরার মাধ্যমে তুলে ব্যবহার করতে পারেন বা আপনি আপনার ছবি আঁকে ব্যবহার করতে পারে। একটি খুবেই ভাল গ্রাফিক্স প্যাকেজ Adventure Maker দিয়ে এইরকম তৈরি করা যায় বলে তাকে ক্রিয়েটিভ পেইন্টার ও বলা চলে। উপরের ছবি ক্রিয়েটিভ পেইন্টার ইন্টারফেস দেখায়।

প্রধান মেনুতে গিয়ে ‘New Project’ সিলেক্টের মাধ্যমে আপনি একটি নতুন খেলা প্রকল্প শুরু করতে পারেন। এটি একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ভিডিও গেম তৈরি  করতে চান তা নিধারর্ণ করুন। ফ্রেম আপনার ছবি আপলোড এবং এটি নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত করুন এবং আপনি মিনিটের মধ্যে আপনার নিজস্ব ভিডিও গেম  হতে থাকবে।

Adventure মেকার সহজেই আপনার নিজস্ব ভিডিও গেমস তৈরি করতে সাহায্য করবে। নিচে থেকে ডাউনলোড করুন আর কাজ শুরু করে দিন।

-: সফটওয়্যার ডাউনলোড করতে :-


৪. DarkBasic Pro




DarkBasic একটি প্রো-ডেভোলাপ করা সফটওয়ার যা দ্বারা আপনি  advanced professional game development করতে পারেন এটি একটি সম্পূর্ণ ফ্রিওয়ার BASIC ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনার উইন্ডোর OS সাপোর্ট করে। এটি দিয়ে আপনি প্রফেশনাল মানের গেমস তৈরি করতে পারবেন। এটাকে যদি আপনি familiarized করেন হবে আরো ভাল মানের ভিডিও গেমস তৈরি করা সম্ভব হবে।

আপনি  এই সফটওয়ার দিয়ে প্রায় সব 2D/3D ইফেক্টের সঙ্গে বিনামূল্যে টুলের দিয়ে খেলার যে কোন টাইপ তৈরি করতে পারেন। এটি একটি খুব সহজ কাজ এবং চমৎকার IDE আপনার কোড ডেভোলাপ করার জন্য ব্যবহার করা যাবে। আপনি আপনার  কোডের মাধ্যমে সহজেই নিজের গ্রাফিক্স যেমন একটি ঘনক, ঘুর্ণন বা বায়ুমন্ডলীয় ইত্যাদি সেটিংস পরিবর্তন  করতে পারেন বা যুক্ত করতে পারবেন। এটা একটা চমৎকার ইউজার ইন্টারফেস আছে যা আপনি সমস্ত কমান্ড, ফাংশন, সেটিংস এবং যেকোন ঘোষণা পেতে পারেন।  এবং এখানে সকল ডিজাইন  এর সহজ কোড লিখতে পারেন।

-: সফটওয়্যার ডাউনলোড করতে :-


৫. Eclipse Game Maker


Eclipse আরেকটি ফ্রি ওপেন সোর্স 2D গেম মেকার যা দিয়ে সহজে ‘point-and-click’ সিস্টেম ব্যবহার করে গেম তৈরি করা যায়। এটা mmorpgs যেখানে একাধিক ব্যবহারকারী একে অপরের সাথে একটি ভার্চুয়াল গেমে ইন্টারঅ্যাক্ট করতে পারে।
প্রথমে Eclipse গেম মেকার ইনিষ্টল করুন। এটা সব ইনস্টলেশন পদ্ধতির মধ্য দিয়ে যেতে কিছুটা সময় লাগে। আপনি যদি ইনস্টল করেন তারপর সরাসরি একটি  অনলাইনে টিউটোরিয়াল  এ নিয়ে যাবে, যেখানে কিছুটা হলেও আমি সব মুটামুটি ভাব বুঝতে পারবেন। Eclipse Game Maker ইন্টারফেইস নিচে দিলাম :



Eclipse Game Maker এ আপনি সব সময়ই প্রফেশনাল গেমস তৈরি করতে পারবেন। এখানে গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে mmorpg এ চমৎকার জেনারেট হিসাবে কাজ করতে পারবেন। তবে এইখানে আপনি যথেষ্ট মজার কিছু জিনিষ শিখতে পারবেন। এটা নিশ্চত

Related Post:

  • এবার আয় হবে বাংলাদেশী প্রশ্ন এবং উত্তর দেওয়ার সাইট সবজান্তা থেকে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব একটি অসাধারণ বাংলা সাইটের সাথে। সেটি হল সবজান্তা। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে সবধরনের জিনিসের সমস্যার সমাধান পাওয়া যাবে। আসলে এটি একটি প্রশ্ন করা এবং উত্তর দেওয়ার ওয়েবসাইট। আপনি যদি কোন সমস্যায় পড়েন তাহলে আপনি এখানে সাথে সাথে প্রশ্ন করতে পারেন আর সমস্যার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশের হাজার হাজার মানুষ। কিন্তু স… Read More
  • Android apps collection [পর্ব-১] :: ৫টি সবাই আশা করি ভাল আছেন। আমার কাছে প্রায় 1500+ Android apps আছে, সে গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এক সাথে সব শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক ভাবে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রথম পর্বে 5টি Android apps collection দিয়ে শুরু করলাম। তাহলে আর কথা না বাড়িয়েই সরাসরি লিংক দিলাম ডাউনলোড করুন এবং উপভোগ করুন। avast! Mobile Security 2.0.4… Read More
  • নিয়ে এলাম Android মোবাইলের জন্য একটা খুব সুন্দর লাইভ ওয়ালপেপার – Beautiful Life v1.2 যারা তাদের অ্যান্ড্রয়েড ফোন কে নিত্যনতুন ওয়ালপেপার দিয়ে সাজাতে পছন্দ করেন এই পোস্টটি কেবল মাত্র তাদের জন্য ।অ্যাপ্লিকেশান টি অতীব সুন্দর , আমি নিজে আমার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেছি ,খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম । মাত্র ১.১ এম বি এর সফটওয়্যার টি আপনার মোবাইলে ইন্সটল দিন আর পেয়ে যান একটি অতুলনীয় ওয়ালপেপার । An image comes to change at ran… Read More
  • 1Blogger Comment
  • Facebook Comment

1 Comment