Saturday, January 4, 2014

মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার…

মোবাইল ফোন এখন আমাদের নিত্য সঙ্গী । এক মুহূর্ত মোবাইল ফোন ছাড়া থাকতে পারিনা । আমরা আমাদের প্রিয় মোবাইলকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে মোবাইলের কার্যক্ষমতাকে পরিপূর্ণ করে থাকি । তাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার ।


Restart & Shutdown:

অনেক সময় আমাদের মোবাইলফোন রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় । কিন্তু, বেশীরভাগ মোবাইল এ রিস্টার্ট সিস্টেম না থাকায় আমাদের ফোন বন্ধ করে আবার চালু করতে হয় । রিস্টার্ট & শাটডাউন সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই আপনি ফোন রিস্টার্ট এবং বন্ধ করতে পারবেন ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Advanced  Battery Saver:

আমাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হয় যখন আমাদের মোবাইলে চার্জ না থাকে । সফটওয়্যারটি জরুরি মুহূর্তে কলের জন্য ৩০ শতাংশ ব্যাটারির চার্জ সঞ্চয় রাখে । যখন মোবাইল এর চার্জ শেষ হয়ে যায় তখন সফটওয়্যার টি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

File Unzipped:

আমাদের অনেক সময় জিপ ফাইল আনজিপ করার প্রয়োজন হয় । তখন আমাদের কম্পিউটার দিয়ে তা আনজিপ করতে হয়  । কিন্তু যাদের কম্পিউটার নেই তাদের বিপদে পড়তে হয়। এই সমস্যা দূর করতে আমি নিয়ে এলাম একটি চমৎকার সফটওয়্যার যার মাধ্যমে আপনি অতি সহজেই জিপ ফাইল আনজিপ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

SnapShot:

যারা মোবাইল দিয়ে স্ক্রিন শট নিতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় সফটওয়্যার এটি । সফটওয়্যারটির সাহায্যে অতি সহজেই আপনি মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন । এছাড়া, এতে কিছু এডভান্স ফিচার আছে যা আপনাকে দিবে আরও কিছু বাড়তি সুবিধা । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

NewsHunt:


এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


HTMLMaker:

এই খুব সহজে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ যুক্ত করতে পারবেন । এছাড়া, মোবাইল দিয়ে এইচটিএমএল এর যাবতীয় কাজ করতে পারবেন । এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে সিএসএস এর কাজ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V2) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


Nimbuzz chat:


ফেইসবুক ইউজ করে না এমন লোক খুব কম-ই দেখা যায় ।  ফেইসবুক চ্যাট শুধু কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ নয়, মোবাইল থেকেও ফেসবুক এ চ্যাট করা যায় । এজন্য অবশ্য বেশ কিছু সফটওয়্যারও পাওয়া যায় । এসব সফটওয়্যারের মধ্যে Nimbuzz একটি অন্যতম উপকারী সফটওয়্যার । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


IndiSMS:


এই সফটওয়্যার দিয়ে অভ্র এর মত ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন । অর্থাৎ ইংরেজীতে “Ami” লিখতে স্বয়ংক্রিয়ভাবে, “আমি” লেখা হয়ে যাবে । এই সফটওয়্যারটি ৯টি ভাষা সমর্থন করে । এছাড়া,  কিবোর্ড সিস্টেমেও বাংলা টাইপ করতে পারেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Prothom-alo:

এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি জাভা  ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Ringtone Cutter:

গান থেকে রিংটোন বানানোর এটি একটি চমৎকার সফটওয়্যার । এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই যেকোনো গানের কোন অংশ কেটে রিংটোন বানাতে পারবেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Jmp3Tag:

যারা অডিও গানে পছন্দের ছবি/চিত্র বসাতে চান তাদের জন্য এই সফটওয়্যার । এছাড়া, এই সফটওয়ারের মাধ্যমে অডিও গানের বিভিন্ন ট্যাগ (যেমনঃ Title,Artist, Album, Year, Composer & Picture) এডিট করা যায় । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


সফটওয়্যারগুলো কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন

Related Post:

  • ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করুন(ওয়াইফাই প্রযোজ্য)বর্তমানে অ্যান্ড্রয়েডের উপযোগী অনেক ফাইল ট্রান্সফার অ্যাপ আছে যা দিয়ে সহজেই ফাইল বড় বড় ফাইল কয়েক মিনিটে! এসব অ্যাপ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে প্রথমেই ফাইল গ্রহনকারীর ফোনে এই অ্যাপটি সেন্ড করতে হয় । তারপর ফাইল ট্রান্সফারের কাজটি করতে হয়। কিন্তু, আমরা আজ এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যা ফাইল গ্রহনকারীর ফোনে সেন্ড করার কোন দরকার নেই। শুধুমাত্র ফাইলটি… Read More
  • কিংষ্টার ও সিম্ফেনি মোবাইলকে আপনার পিসির মডেম হিসেব ব্যাবহার করুনআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?  সবাইকে সুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম টিউন শুরু করছি। ভুল হলে ক্ষমা করবেন। আমরা বিভিন্ন কম্পানির মোবাইল হ্যান্ডসেট কিনেথাকি । তারমধ্যে অনেকে নোকিয়া ইউস করে মোবাইলকে ইন্টারনেট মডেম হিসেবে পিসিতে ইন্টারনেট চালায়। কিন্তু যারা চায়না ফোন ব্যাবহার করেন তারাও ইন্টারনেট মডেম হিসেবে তাদের হ্যান্ডসেটকে ব্যোবহার করতে পারেন। তবে এরজন্… Read More
  • বিজয় কীবোর্ড নিয়ে নিন আপনার এন্ড্রোয়েড এর জন্য, আর উপভোগ করুন লেখায় pc এর স্বাদ!আস্সালামু আলাইকুম। এটিই আমার প্রথম পোষ্ট, সব ভুল ক্ষমা করবেন। আমরা অনেকেই pc তে বিজয় কীবোর্ড ব্যবহার করি, কিন্তু এন্ড্রোয়েড এ যে keyboard method তাতে বাংলা লেখা সহজ নয়, আমার মনে হয়। যাই হোক যদি আপনার যদি pc এর মতো একই METHOD এর বিজয় কীবোর্ড থাকে তাহলে হয়তো মন্দ হয় না। অনেকে হয়তো এটি ব্যবহার করেছেন, যাদের নেই অথবা দরকার তারা নিতে পারেন। ছোট্ট একটা এ্যাপ। Download… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment