Monday, May 5, 2014

এন্ড্রয়েড ডিভাইসে যেকোন সাইযের ফাইল ট্রান্সফার করুন ব্লুটুথ থেকে ৬০ গুন দ্রুত।

Android ডিভাইসের জন্য দ্রুত ফাইল ট্রান্সফার অ্যাপ্লিকেশন খুঁজছেন? ব্লুটুথের মাধ্যমে বড় ফাইল পাঠানো খুবই স্লো এবং বিরক্তিকর. সে জন্যে ব্যবহার করতে পারেন SHAREit অ্যাপ্লিকেশন।  এই অ্যাপ্লিকেশন ওয়াইফাই মাধ্যমে আপনার ফাইল ট্রান্সফার করে এবং অবশ্যই ইন্টারনেট ব্যবহার না করে।

যে ডিভাইসগুলোর মধ্যে ফাইল স্থানান্তর করবেন সেগুলিতে SHAREit ইন্সটল্ড থাকতে হবে এবং ব্লুটুথের মতই SHAREit এপ্লিকেশনের ভেতর থেকে ফাইল পছন্দ করে অন্য ডিভাইসে পাঠাতে পারবেন … ব্যবহারবিধি খুবই সহজ তাই আর বিস্তারিত আলোচনা করলাম না।
screen shoot
screen shoot



ভাল থাকবেন । আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন ।
আর সুযোগ পেলে লেটেস্ট সব ধরনের মিউজিক পেতে ভিজিট করুন এখানে 
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment