আজকের আমার এই পোস্টটি সম্পুর্নই ভিন্ন একটি বিষয়ের উপর, কিছু বিস্ময়কর ছবির পরিচয় খুঁজতে গিয়েই তথ্যগুলো জানলাম ভাল লাগল তাই সকলেরই সাথে শেয়ারও করলাম আশা করি সবার ভাল লাগবে। প্রথমেই আলচনা করব বেরিয়ার রিফ ন্যাশনাল পার্ক নিয়ে এবং এর পরে আলোচনা করব সম্পুর্ন চকলেটের তৈরি একটি কি-বোর্ড সম্পর্কে। দ্বিতীয় এবং তৃতীয়তে আলোচনা করব একটি বাই-ছাইকেল সম্পর্কে, যা ঘন্টায় ৮০ কিলমিটার বেগে চলতে সক্ষম এবং মানুষের তৈরি সবচেয়ে বড় চলমান হাতি! সবেশেশে আছে লোডশেডিং থেকে মুক্তি পাবার উপায় সোলার পাওয়ারেড সকেট।
বেরিয়ার রিফ ন্যাশনাল পার্ক, অস্ট্রেলিয়া !
গ্রেট
বেরিয়ার রিফ মেরিন পার্ক (Great Barrier Reef Marine Park )। এটি
ন্যাশনাল পার্ক এবং হেরিটেজ সাইট। গ্রেট বেরিয়ার রিফ – পৃথিবীর সর্ববৃহৎ
প্রবাল প্রাচীর। আমাদের দেশের সেন্ট মার্টিন এর মত দিপ এটি কিন্তু আঁকার
এবং আয়তনে অনেক ছোট ফলে মনে হতে পারে যা কোন সময় ডুবে যাবে বা ডুবেই
যাচ্ছে।
আসুন সম্পুর্ন চকলেটের তৈরি এই কি বোর্ডটি আমরা সবাই ভাগ করে খাই তবে স্পেস-বারটা কিন্তু আমার!
• বাই-ছাইকেল, যা ঘন্টায় ৮০ কিলমিটার চলতে সক্ষম:
বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত গাড়ি কোম্পানি আউডি (AUDI)-এর বাই-ছাইকেল, যা ঘন্টায় ৮০ কিলমিটার চলতে সক্ষম!
মানুষের তৈরি সবচেয়ে বড় হাতি, এইটি হাটা চলাচল করতেও সক্ষম!
সোলার পাওয়ারেড সকেট। এই সকেটটি কোন প্রকার বিদ্যুৎ সংযোগ ছারাই কারেন্ট উতপন্য করতে সক্ষম!
Post a Comment