Friday, December 27, 2013

“Temple Run Oz Mod” সাথে থাকছে Unlimited Coins & Gems & Life.

সবাই কে জানাই শীতের সকালের এক রাশ শিশিরে শুভেচ্ছা। সবাই নিশ্চই ভাল আছেন? সবার ভাল লাগা আর একটু বাড়িয়ে দিতে আর গেমসের পিছনে আর একটু সময় বেশি ব্যয় করাতে আজ আমার আগমন
। আজ আপনাদের উপহার দিব “Temple Run Oz” এর অফুরন কয়েনস আর জিমস।
undefined
কিভাবে করবেনঃ
১। “Temple Run Oz” টা ইনিষ্টল থাকতে হবে আর না থাকলে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন, আর না পারলে আমার ব্লগ থেকে ডাউনলোড করে নিন। এখানে ক্লিক করুন
২। ইনিষ্টল করে গেমস টা রান করবেন না।
৩। এবার ৪-৬ কেবির রার ফাইল টা এখান থেকে ডাউনলোড করে নিন। (মিডিয়া ফায়ার লিঙ্ক)
৪। এবাই এটা Extract করে ২ টি ফাইল পেষ্ট করুন এই লোকেশনে SDcard/Android/data/com.disney.TempleRunOz.goo/files (Replace file if want).
৫। এবার গেমস টা রান করেন আর Unlimited Coins & Gems উপভোগ করেন।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন প্রতি নিয়ত আপনাদের মাঝে সামান্য কিছু ট্রিকস শেয়ার করতে পারি।

Related Post:

  • Android apps collection [পর্ব-১] :: ৫টি সবাই আশা করি ভাল আছেন। আমার কাছে প্রায় 1500+ Android apps আছে, সে গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এক সাথে সব শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক ভাবে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রথম পর্বে 5টি Android apps collection দিয়ে শুরু করলাম। তাহলে আর কথা না বাড়িয়েই সরাসরি লিংক দিলাম ডাউনলোড করুন এবং উপভোগ করুন। avast! Mobile Security 2.0.4… Read More
  • নিয়ে এলাম Android মোবাইলের জন্য একটা খুব সুন্দর লাইভ ওয়ালপেপার – Beautiful Life v1.2 যারা তাদের অ্যান্ড্রয়েড ফোন কে নিত্যনতুন ওয়ালপেপার দিয়ে সাজাতে পছন্দ করেন এই পোস্টটি কেবল মাত্র তাদের জন্য ।অ্যাপ্লিকেশান টি অতীব সুন্দর , আমি নিজে আমার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করেছি ,খুব ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম । মাত্র ১.১ এম বি এর সফটওয়্যার টি আপনার মোবাইলে ইন্সটল দিন আর পেয়ে যান একটি অতুলনীয় ওয়ালপেপার । An image comes to change at ran… Read More
  • আপনার Smart ফোনকে wi-fi Host বানান ই পোষ্ট টি অনেকে জানি আবার অনেকে জানি না । তাই যারা জানি না তাদের জন্য আজ পোষ্ট টি করা হলো । আমরা অনেকে বিভিন্ন সিম কম্পানীর 3G রাউটার ব্যবহার করি । আবার অনেকে ব্যবহার করার চিন্তা করছি ।কিন্তু আজ যে বিষয় টি উল্লেখ করবো তার জন্য আর 3G রাউটার ব্যবহার করতে হবে না । রাউটার ছাড়াই আপনার Smart ফোন দিয়ে রাউটারের কাজ করতে পারবেন । আর রাউটার থেকে আরো বেশী সুবিধা পাবেন । ত… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment