Saturday, December 28, 2013

ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করুন(ওয়াইফাই প্রযোজ্য)

বর্তমানে অ্যান্ড্রয়েডের উপযোগী অনেক ফাইল ট্রান্সফার অ্যাপ আছে যা দিয়ে সহজেই ফাইল বড় বড় ফাইল কয়েক মিনিটে! এসব অ্যাপ দিয়ে ফাইল ট্রান্সফার করতে হলে প্রথমেই ফাইল গ্রহনকারীর ফোনে এই অ্যাপটি সেন্ড করতে হয়
। তারপর ফাইল ট্রান্সফারের কাজটি করতে হয়। কিন্তু, আমরা আজ এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। যা ফাইল গ্রহনকারীর ফোনে সেন্ড করার কোন দরকার নেই। শুধুমাত্র ফাইলটি সিলেক্ট করে তার উপর লং প্রেস করলেই শেয়ার বা সেন্ড অপশনে চাপলেই ‘ফাস্ট ফাইল শেয়ার’-এর নাম আসবে তা সিলেক্ট করুন। এই অ্যাপটির আরো চমৎকার একটি বৈশিষ্ট্য হল, বর্তমানে অনেকেই আমাদের দেশে আইফোন ব্যবহার করে থাকেন, কিন্তু, অনেকের  আইফোনে ব্লু-টুথ ফিচারটি কাজ করে না, তবে এই অ্যাপটি দিয়ে সহজেই ওয়াইফাই সার্ভিসটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যাবে। ওয়াইফাই নামেই অর্থাৎ এটির আসলে কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই!
অ্যাটির বৈশিষ্ট্যসমূহ ছোট করে তুলে ধরা হল:
১. ব্লু-টুথের চেয়ে ২০ গুন দ্রুত গতিতে ফাইল ট্রান্সফার করতে পারে,
২. সহজেই সেটআপ করা যায়,
৩. কোন ডেটা চার্জ করে না যেমনটা উপরে বলা হয়েছে,
৪. সহজেই এক বা একাধিক ফাইল সেন্ড করা যায়,
উপরোক্ত ফিচার ছাড়াও অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার! আবার, অ্যাপটিও সাইজে অনেক ছোট্ট।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
‘১. ফাস্ট ফাইল ট্রান্সফার’
‘২. ফাস্ট ফাইল ট্রান্সফার’
নিচে কিছু Screen Shot
nerrrrrr
w3
e5
আমাদের সাথেই থাকুন, আমরা এমন আরো চমৎকার সব অ্যাপ নিয়ে শীঘ্রিই আসছি!

Related Post:

  • এক ক্লিকে অনেকগুলো Folder তৈরিযারা কম্পিউটার দিয়ে বিভিন্ন ফাইল Memory Card/Pen Drive এ লোড দিয়ে থাকেন এ টিউনটি তাদের জন্য। আসুন দেখি। শুরু করুন: ১. My Computer> Tools> Folder Options…> View> এখন নিচের দিকে দেখুন লেখা আছে যে Hide extensions for known file types. এখানকার টিক চিহ্ন টি তুলে দিন। এখন Apply করে Ok করে বেরিয়ে আসুন। ২. Desktop এ Mouse এর Right Button এ Click করে New থেকে Tex… Read More
  • একই সাথে চার্জ হবে ৪০ টি মোবাইল তাও আবার তারহীন উপায়ে! দক্ষিণ কোরিয়ার এক দল উদ্ভাবক এমন একটি যন্ত্র উদ্ভাবিত করেছে যার মাধ্যমে একই সঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ দেয়া যাবে তাও আবার তারহীন উপায়ে। এই যন্ত্রটি স্বয়ংক্রিয় ভাবে ৪০টি মোবাইল ফোন চার্জ করতে পারে কোন প্রকার তার ছাড়া। তবে কি তারযুক্ত চার্জার এর চার্জিং এর দিন কি শেষ? তারহীন চার্জিং ব্যবস্থা কতটুকু নিরাপদ? এমন প্রশ্ন সকলেরই মনে উকি দিচ্ছে কিন্তু তারহীন চার্জি… Read More
  • ভূতের ভয় খাওয়ান আপনার বন্ধুকে !!! (android app)আসসালামু আলাইকুম,আসা করি সকলে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি ।অনেকদিন পর লিখতে বসলাম। সাথে নিয়ে আসলাম অসাধারন একটা android অ্যাপ । আর এর মাদ্ধমেই আপনি পারবেন যে কাউকে ভয় খাওয়াতে । বেশি লিখলামনা,মজা নষ্ট হয়ে যাবে। ..:: ডাউনলোড করুন ::.. ব্যবহার বিধিঃ  ১. প্রথমে উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করুন। ২.ইন্সটল করে ওপেন করুন। ৩.সব সেটিং ঠিক করে সময় ঠিক কর… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment