Monday, April 28, 2014

আপনার Smart ফোনকে wi-fi Host বানান

ই পোষ্ট টি অনেকে জানি আবার অনেকে জানি না । তাই যারা জানি না তাদের জন্য আজ পোষ্ট টি করা হলো । আমরা অনেকে বিভিন্ন সিম কম্পানীর 3G রাউটার ব্যবহার করি । আবার অনেকে ব্যবহার করার চিন্তা করছি ।কিন্তু আজ যে বিষয় টি উল্লেখ করবো তার জন্য আর 3G রাউটার ব্যবহার করতে হবে না । রাউটার ছাড়াই আপনার Smart ফোন দিয়ে রাউটারের কাজ করতে পারবেন । আর রাউটার থেকে আরো বেশী সুবিধা পাবেন ।

তাই আর কিছু না বলে আসল কথাই আসি ।
আমাদের অনেকে Smart ফোন এ wireless বা Wi-fi আছে । আবার অনেকের ফোন এ নাচের ছবির মতো Wi-fi Hostspot এই অপসন টি আছে । তাদের জন্য এই পোষ্টটি দেওয়া হলো ।
চিএ -১Wi-fi - 1
১। প্রথমে আপনারা ফোন এর Settings এ যান । Settings এ যাওয়ার পর নাচের ছবির মতো দেখতে পায়বেন ।
ছবি ২Wi-fi - 2

২। এখন এখানে  Wirless & networks এই অপসন এ ডুকলে নিচের ছবির মতো দেখাতে পারবেন ।
ছবি ৩
Wi-fi - 3
৩। এখন নিচের ছবির মতো  Mobile network অর্থাত্‍ ফোন এর data কানেকসন চালু করেন ।
চিএ ৪
Wi-fi - 4
৪। এখন নিচের ছবিতে দেখুন Protable Wf-fi Hotspot Settings আছে এখানে প্রবেশ করুন ।
চিএ ৫
Wi-fi - 5
৫। তারপর নিচের ছবির মতো আসবে । এখান থেকে আপনি Wi-fi Hotspot চালু করতে পারবেন ।
চিএ ৬
Wi-fi - 6

৬। তারপর আপনি নিচের ছবির মতো পাইবেন । এখনে আপনি Router Name ( SSID ) এর জায়গায় যে নামে Wi-fi Hotspot চালু করবেন তার নাম লিখবেন । Security এই জায়গায় আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন । আর Wi-fi Hotspot এর যে Password দিতে চান তা দিবেন । আর Wi-fi Hotspot চালু করবেন । দেখুন উপরে লেখা আছে Press to turn on ।
চিএ ৭
Wi-fi - 7
৭। চালু করলে নিচের ছবির মতো দেখতে পারবেন । এখানে আপনার Wi-fi networks এর নাম ও Password দেখাচ্ছে ।
চিএ ৮
Wi-fi - 8
হয়ে গেলো আপনার  wi-fi host
৮। যদি আপনি Wi-fi এ Password দিতে না চান তাহলে । ৪ নং এর পরে আপনি আপনার নিচের ছবির মতো নামের জায়গায় নাম দিয়ে Security এর জায়গায় None করে Wi-fi Hotspot চালু করে দিবেন তা হলেই হবে ।
আবার দেখুন ছবিতে নিচে Manage users লেখা আছে এখানে ডুকে দেখুন Allowed users only চালু করলে যখন কোন ফোন বা কম্পিউটার কানেক্ট হতে চাইবে তখন এই খানে Allow করলে কানেক্ট পাবে আর Block করলে কানেক্ট পাবে না ।
চিএ ৯
Wi-fi - 9
আশাকরি সবাই পারবেন । কোন সমষ্যা হলে জানাবেন ।
আপনারা ফোন এর data কানেক্ট অফ রাখলে Wi-fi Host চালু হবে । কিন্তু কম্পিউটার বা ফোন দিয়ে কানেক্ট করতে পারবেন না ।


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment