Friday, April 25, 2014

যে কোন অ্যান্ড্রয়েডে যোগ করুন “Multi-Window” ফিচার

আমারা অনেকেই samsung এর সেট গুলোতে মাল্টি উইন্ডো ফিচার টি দেখেছি। কিন্তু ইউজ করার সৌভাগ্য এখনো অনেকের হয় নাই। তাই আজকের এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার android সেটএ মাল্টি উইন্ডো ব্যাবহার করবেন।

Requirements:
  • রুটেড অ্যান্ড্রয়েড সেট
  • ইন্টারনেট কানেকশন
  • android version 4.0.x +
আপনার ফোন এর কোন প্রকার ক্ষতির জন্য আমি দায়ী থাকব না
চলুন এইবার শুরু করা যাক।
=> এখান থেকে Xposed Framework ডাউনলোড করুন । এবার ইন্সটল করুন। তারপর Xposed installer অ্যাপ টি ওপেন করে framework > install/update এ ক্লিক করুন। superuser permission grant করুন। তারপর রিবুট করুন।
=> তারপর আবার Xposed installer অ্যাপ টি ওপেন করুন। ফোন এর ডাটা কানেকশন যেন অন থাকে। এইবার Downloads অপশন টি তে ক্লিক করুন। কিছু সময় লাগবে লোড হতে। লোড হলে scroll down করে XhaloFloating window নামের মডিউল টি ডাউনলোড করুন।


এ বার modules এ ঢুকে XhaloFloating Window তে টিক দিন। তারপর রিবুট করুন

=> এ বার অ্যাপ ড্রয়ার থেকে XHalofloatingWindow অ্যাপ টি ওপেন করুন। তারপর movable &  Resizable অপশন এ ক্লিক করুন

তারপর স্ক্রীনশট এর মত স্লাইডার টি অন করুন

এ বার Resizing settings এ গিয়ে “Live resize updating” এ টিক দিন।

এবার ব্যাক করে মেইন মেনু থেকে SystemUI Mods এ ক্লিক করে নিচের স্কীনশট এর অপশন গুলোতে টিক দিন

এবার Restart SystemUI এ ক্লিক করুন।
কাজ শেষ :) এবার রিসেন্ট প্যানেল ওপেন করে যে কোন অ্যাপ এ লং প্রেস করেন, দেখবেন অপশন আসছে “open In halo” । এইটা ক্লিক করলেই আপনার অ্যাপটি ওপেন হবে। এ ভাবে আপনি ইচ্ছে মত অ্যাাপ ওপেন করতে পারবেন।



Related Post:

  • উইন্ডোজে চলবে অ্যান্ড্রয়েড! উইন্ডোজ ব্যবহারকারীরা যেন তাঁদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন চালাতে পারেন, কয়েক বছর ধরেই তার ব্যবস্থা করে আসছে ব্লুস্ট্যাক। ব্যাপারটাকে আরও একধাপ এগিয়ে নিতে ব্লুস্ট্যাককে সমর্থন জোগালো চিপ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি)। ব্লুস্ট্যাকের নতুন এই সংস্করণ মাইক্রোসফটের উইন্ডোজ-চালিত অপারেটিং সিস্টেমের ডেস্কটপ, ট্যাবলেট বা নোটবুক কম্পিউটারে সম্পূর্… Read More
  • Android apps collection [পর্ব-১] :: ৫টি সবাই আশা করি ভাল আছেন। আমার কাছে প্রায় 1500+ Android apps আছে, সে গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু এক সাথে সব শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক ভাবে আপলোড করে আপনাদের সাথে শেয়ার করব, আর এই প্রথম পর্বে 5টি Android apps collection দিয়ে শুরু করলাম। তাহলে আর কথা না বাড়িয়েই সরাসরি লিংক দিলাম ডাউনলোড করুন এবং উপভোগ করুন। avast! Mobile Security 2.0.4… Read More
  • আপনার এন্ড্রয়োড ফোনের জন্য নিয়ে এলাম Internet Download Manager v1.0 Apk App ডাউনলোড করুন দ্রুত গতিতেইন্টারনেট চালানো কমবেশী সবারই একটা নেশা। কেউ বেশী আর কেউ কম। আর  এখন যুগটাই হচ্ছে ইন্টারনেটের। আমি সবসময় ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করি। যদি আপনাদের কোন সফটয়ার লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যতদুর পারব চেষ্টা করে দেখব আপনাদের জন্য। বেশী কথা বলে কোন লাভ নেই কাজের কথায় আসি। Internet Download Manager v1.0 Apk App:- আমার জানামতে খুব কম মানুষই ব্যবহার করছেন এন্ড… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment