Monday, February 24, 2014

আপনার সেটকে অন্যের হাত থেকে বাচাতে সুরক্ষা দিন সম্পূর্ণ আলাদাভাবে ! (S60 V3, V5)

প্রায় সবাই চায় যাতে অন্যরা তাদের প্রিয় হ্যান্ডসেটটি (Symbian S60 3rd ও 5th Edition) ব্যবহার করতে না পারে। এজন্য আমরা সবাই বিভিন্ন প্রকার Anti – Theif , FingerPrint অথবা পাসওয়ার্ড দিই। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে সিকিউরিটি সফট্ওয়ারটির সমন্ধে বলব, সেটি একদম আলাদা
! সফট্ওয়ারটির নাম MazeLock । এটি দিয়ে লক করতে হলে আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় কয়েকটি লাইন আকঁতে হবে। কি? কৌতুহল কৌতুহল লাগছে, তাই না?  অনেকেই হয়ত এটি সমন্ধে আগেথেকেই জানেন। কারণ এটি Ovi থেকে পাওয়া যায়।

MazeLock কি?

MazeLock একটি সম্পূর্ণ আলাদা ধরণের সিকিউরিটি সফট্ওয়ার যা আপনার টাচ ফোনের (S60V3) লকিং সিস্টেমকে ভিন্ন রকমের রূপ দেয়। S60 V3 এর সমন্ধে বলতে পারছি না। কারণ এই ভার্সনের বর্তমানে আমার কাছে কোন সেট নেই। ওদের মেইন ওয়েবসাইটে S60 V3 এর জন্যও ডাউনলোড লিংক দেওয়া আছে। তাই S60 V3 এর জন্যও সেয়ার করলাম। এটি সম্পূর্ণ একটি ফ্রি সফট্ওয়ার। 2010-11-12 তারিখে রিলিজ পেয়েছে। এর বর্তমান ভার্সন 1.00।

আপনার সেটের মডেল অনুযায়ী ডাউনলোড করুন_

ডাউনলোড করার জন্য আপনার সেটের মডেলটিতে ক্লিক করুন।


কিভাবে ব্যবহার করবেন?

এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে সফট্ওয়ারটি ডাউনলোড করার পর আপনার সেটে ইন্সটল করুন। তারপর সফট্ওয়ারটি চালু করুন। চালু করার সাথে সাথে একটি ওয়েলকাম স্কিন আসবে। এবং সেখানে সফট্ওয়ারটির ডিফল্ট লক প্যাটন (নকশা) দেখতে পাবেন। নিচের মত-

Scr000036.jpg

তারপর সফট্ওয়ারটির অপশনগুলি প্রদর্শন করবে-
Scr000037.jpg
এখানে আপনি আপনার পছন্দমত সেটিং করে নিন। আর ডিফল্ট লক প্যাটেনটাকে পরিবর্তন করতে চাইলে Options এ ক্লিক করুন। তারপর Change Unlock Pattern এ ক্লিক করুন।
Scr000038.jpg
এরপর নিচের মত একটি উইনডো আসবে এবং তাতে প্রথমে আপনাকে ডিফল্ট লক প্যাটেনটা আকঁতে বলবে– নিচের মত করে আকুন।
Scr000039.jpg
Scr000040.jpg
এবার আপনাকে নতুন প্যাটেন আকঁতে বলবে। ইচ্ছামত প্যাটেন আকুঁন। দেখবেন, আবার প্যাটেন দিয়ে যেন মনে না হারায়।
যেমন আমি একেছি-
Scr000041.jpg
আবারও ওই প্যাটেনটা একে কনফার্ম করুন।
Scr000042.jpg
এবার যখন আপনার সেটটি অটোলক হবে বা যখন Lock বাটনটি টিপে লক করবেন। তখন সেটটিকে আনলক করার জন্য আপনার কাছ থেকে প্যাটেনটি চাওয়া হবে। ব্যাস এবার আপনার দেওয়া প্যাটেনটি দিয়ে আনলক করুন।

কি ? কেমন লাগল?? কমেন্ট করে জানাবেন

Related Post:

  • এবার আপনার সিম্বিয়ান মোবাইল দিয়ে ইচ্ছে মত অডিও (mp3) গান জোরা লাগানআজ আপনাদের শিখাব কি করে এবার সিম্বিয়ান মোবাইল দিয়ে ইচ্ছে মত অডিও (mp3) গান জোরা লাগানো যায়.তাহলে চলুন শুরু করা যাক... প্রথমেই এইখান থেকে সফটওয়্যার টি ডাওণলোড করেইন্সটল দিন।সফটওয়্যার টি চালাতে পাইথন ইন্সটল থাকালাগবে।( যাদের Mobile Mp3 Tag Editor আছে তাদের দরকার নেই এটি Download করার)ইন্সটল দেওয়া হয়ে গেলে সফটওয়্যার টি ওপেন করুন।ওপেন করার পর সফটওয়্যার থির অপশন এ কিল্ক কর… Read More
  • আপনার সিম্বিয়ান মোবাইলে যেকোনো ফরমেটের ভিডিও দেখুন। প্রথমে আপনি নিচ থেকে প্লেয়ার টি ডাউনলোড করে ইনিস্টল করে নিন। Name : RushPlayer For Symbian S60v2 .sis File Size : 2.30 MB Total Download :1499 Name: RushPlayer For Symbian S60v5).sis File Size : 2.39 MB Total Download :811 Name: RushPlayer For Symbian S60v3 .sis File Size : 2.28 MB Total Download :1982 এখন আপনি এই প্লেয়ার টি দিয়ে যেকোনো ফরমেটের ভিডিও দেখতে… Read More
  • সিম্বিয়ান মোবাইল দিয়ে আপনার পছন্দের নাম্বারে অফুরন্ত মিসকল দিন কোন কষ্ট ছাড়াই। আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন। ১. http://lifebd.tk/download-41-d1fa64b2b16e9561a9e1/PythonForS60_1_4_3_3rdEd.SIS ২. http:… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment