Monday, January 13, 2014

উইন্ডোজে চলবে অ্যান্ড্রয়েড!

উইন্ডোজ ব্যবহারকারীরা যেন তাঁদের কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন চালাতে পারেন, কয়েক বছর ধরেই তার ব্যবস্থা করে আসছে ব্লুস্ট্যাক। ব্যাপারটাকে আরও একধাপ এগিয়ে নিতে ব্লুস্ট্যাককে সমর্থন
জোগালো চিপ নির্মাতা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি)। ব্লুস্ট্যাকের নতুন এই সংস্করণ মাইক্রোসফটের উইন্ডোজ-চালিত অপারেটিং সিস্টেমের ডেস্কটপ, ট্যাবলেট বা নোটবুক কম্পিউটারে সম্পূর্ণ অ্যান্ড্রয়েড চালানো যাবে বলে ঘোষণা দিয়েছে এএমডি।
বর্তমানে ব্যবহূত ভার্চুয়ালাইজেশন পদ্ধতির ওপর ভিত্তি করে ব্লুস্ট্যাক অ্যাপ প্লেয়ারের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন চালানোর বদলে নতুন এই সফটওয়্যারটি পুরো অপারেটিং সিস্টেম ব্যবহার করবে। এতে অ্যান্ড্রয়েড ইন্টারফেস, সেটিংস, কনফিগারেশন এবং আরও অনেক কিছুর সুবিধা পাওয়া যাবে। এর ওপর গুগল অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপসগুলো হোস্ট কম্পিউটারের ফাইলে প্রবেশ করতে পারবে। যদিও ব্লুস্ট্যাক এখনো উইন্ডোজের পুরো পর্দায় অ্যাপ চালাতে পারে। প্রতিষ্ঠানটি বলেছে, চতুর্থ প্রজন্মের এক্সেলারেটেড প্রসেসিং ইউনিটের (এপিইউ) বদৌলতে এ ধরনের উন্নয়ন সম্ভব হয়েছে। সফটওয়্যারটি শুধু তাদের সিলিকন দিয়ে তৈরি যন্ত্রে চলবে কি না, এ ব্যাপারে প্রতিষ্ঠানটি পরিষ্কার করে কিছু বলেনি। এমনকি কখন এটি বাজারে আসবে অথবা অ্যান্ড্রয়েডের কততম সংস্করণ সমর্থন করবে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
সূত্র- ইন্টারনেট

Related Post:

  • AIRTEL FREE NET SYMBIAN PHONE Airtel Free Net Setting For All Symbian Mobile Go To → Menu → Setting → Phone Setting → Connection → Access Points → Option → Add New Access Point → 01. Connection Name= RONYSOFT 02. Data Bearer=Packet Data 03. Access Point Name= internet 04. User Name=None 05. Prompt Password=None 06. Authentication= Secure 07. Home Page= http:GOOGLE.COM … Read More
  • কিছু পেইড আপস ডাউনলোড করুন একদম ফ্রিতে।পেইড আপস দিতে যাচ্ছি আশা করি আপনাদের অনেক ভাল লাগবে। আগের পোস্ট দেখতে ভিসিট করুন এখানে। Android Tuner v0.12: ৮ ডলার এই আপস টি আপনাকে অনেক ভাবে সাহজ্জ করবে।এর মাধ্যমে আপনার মোবাইল এর সকল কিছু মনিটর করতে পারবেন, সিকুরিটি , চার্জ, ইন্সটল বা আনইন্সটল, লক ও আর অনেক ফিচার যা সহজেই পাবেন এই এক আপস এ। তো দেরি কেন। ও হাঁ আপস টি একদম ফ্রি তে ডাউনলোড করুন আর ব্যাবহার করুন।… Read More
  • অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য গুরুত্বপূর্ণ ৭টি অ্যাপস ফ্রি ডাউনলোড করে নিন ।মোবাইল ফোন প্রযুক্তির দ্রুততম অগ্রগতির পেছনে ভূমিকা রাখছে যে প্রযুক্তি তার নাম স্মার্ট ফোন অপারেটিং সিস্টেম। বিশেষ করে সার্চ জায়ান্ট গুগল মোবাইল ফোনের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস নামের অপারেটিং সিস্টেম তৈরি করে স্মার্টফোনের জগতকে করে তুলেছে আরো বিসত্মৃত ও ব্যাপক। বর্তমানে স্মার্টফোন জগতে এক নম্বর অবস্থানে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপস অপারেটিং সিস্টেম । এরপর… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment