Sunday, October 6, 2013

এক ক্লিকে অনেকগুলো Folder তৈরি

যারা কম্পিউটার দিয়ে বিভিন্ন ফাইল Memory Card/Pen Drive এ লোড দিয়ে থাকেন এ টিউনটি তাদের জন্য। আসুন দেখি। শুরু করুন:

১. My Computer> Tools> Folder Options…> View> এখন নিচের দিকে দেখুন লেখা আছে
যে Hide extensions for known file types. এখানকার টিক চিহ্ন টি তুলে দিন। এখন Apply করে Ok করে বেরিয়ে আসুন।
২. Desktop এ Mouse এর Right Button এ Click করে New থেকে Text Document নির্বাচন করুন।
৩. এবার নিচের লেখাটি কপি করে পেস্ট করুন।
md Image Video Music Tone Audio
৪. Save করে বেরিয়ে আসুন।
৫. এবার হলো আসল কাজ। Text Document টির নামের শেষে দেখবেন .txt লেখা আছে। সেখানে .txt এর পরিবর্তে .bat লিখুন। এরপর Yes করে বেরিয়ে আসুন।




৬. এইবার তৈরিকৃত File টা একবার Open করুন।
৭. দেখুন Magic! উপরের Image Video Music Audio এর জায়গায় আপনার মনমত যেকোন নাম দিতে পারেন একটির পর একটি যত খুশি তত। তবে md টা ঠিক রাখবেন।

Related Post:

  • ১৫ টি অসাধারণ এন্ড্রোয়েড থিম ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ এর জন্য । শুরু হয়েছে আমাদের সবার প্রিয় বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে আজ আমি আপনাদের দেব ১৫ টি অসাধারণ এন্ড্রোয়েড থিম যা আপনাদের মোবাইলকে আরও আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে থিম গুলো নিয়ে নেইঃ  1. The Brazil World Cup by LadyAn. (Icon, wallpaper and widget) [Download] 2. Korea World Cup by Ningtieying. (Icon, wallpaper and widget) [… Read More
  • IDM হ্যাক করে স্পিড দ্বিগুণ করে নিন। স্পীড বাড়বেই IDM সফটওয়্যার টি আপনারা সবাই ব্যবহার করেন। কারণ মজিলা ফায়ারফক্স আর গুগল ক্রোম যেখানে স্পীড দেয় ২০-২৫ KBPS সেখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দেয় ৮০-৮৫ KBPS। তাছাড়া ডাউলোড রিজিউম, ব্রোকেন লিঙ্ক ঠিক করা, ইউটিউব এর ভিডিও ডাউনলোড এক কথায় যে কোন কিছু ডাউনলোড করতে IDM এর বিকল্প নাই। [কেউ পাইলে জানাইয়েন]। আমরা তো IDM এর এই স্পীড নিয়াই নাচানাচি করি। কিন্তু আমর… Read More
  • খুব সহজে প্রতি ঘণ্টায় আয় করুন ফ্রি বিটকয়েন [1 BITCOIN = $450.36!!!] বিটকয়েন কি? বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নামক ব্যাক্তি এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে বা মোবাইলে । বিট… Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment