Monday, October 7, 2013

ফেসবুক পেজ ম্যানেজের জন্য একটি অ্যাপস।

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পেজের
সঙ্গে যুক্ত থাকা। কেউ মেসেজ দিলেন বা কমেন্ট করলেন, তাতে সাড়া দিতে দেরি করা চলবে না। এ জন্য স্মার্টফোনে নামিয়ে নিতে পারেন ফেসবুক পেজেস ম্যানেজার অ্যাপলিকেশনটি। এই অ্যাপস এর মাধ্যমে যা যা করা যাবে।
১. এর মাধ্যমে পোস্ট করা, ছবি আপলোড করা যাবে।
২. একাধিক পেজ ম্যানেজ করা যাবে।
৩. কভার ছবি বা প্রোফাইলে ছবি পরিবর্তন করা যাবে।
৪. কোনো কমেন্ট বাদ দেওয়া বা কাউকে ব্যান করা সম্ভব হবে।
এ ছাড়া অন্য পেজগুলোর আপডেটও পাওয়া যাবে।
অ্যাপসটির নামঃ ফেসবুক পেজেস ম্যানেজার
আকার: ১৮ মেগাবাইট
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন 

Related Post:

  • ফেসবুক পেজ ম্যানেজের জন্য একটি অ্যাপস। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পেজের সঙ্গে যুক্ত থাকা। কেউ মেসেজ দিলেন বা কমেন্ট করলেন, তাতে সাড়া দিতে দেরি করা চলবে না। এ জন্য স্মার্টফোনে নামিয়ে নিতে পারেন ফেসবুক পেজেস ম্যানেজার অ্যাপলিকেশনটি। এই অ্যাপস এর মাধ্যমে যা যা করা যাবে। ১. এর মাধ্যমে পোস্ট করা, ছবি আপলো… Read More
  • এবার আয় করুন Facebook ও Twitter এর মাধ্যমে ! Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে Fanslave . শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে … Read More
  • আপনার facebook status এবার রঙ্গিয়ে তুলুনআমি যখনি style and decoration দিয়ে facebbok status আপডেট করি,আমার বন্ধু রা জিজ্ঞাসা করে আমি কিভাবে এটা করলাম।  আজ আমি আপনাদের সাথে share করব কিভাবে আপনি আপনার status টিকে রাঙ্গিয়ে তুলববেন:D:D:D এই decoration আপনার status টিকে আরও unique করে তুল্বে।মাজার ব্যপার হল style and decoration ব্যবহার করলে likes & Comments এর বন্যা হয়ে যায়। নিচে কিছু pre-made … Read More
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment