Tuesday, July 29, 2014

একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন

আশা করি রহমতের ভাগে সবাই ভালো আছেন আর নিয়মিত রোজা রাখছেন। আমার অনেকদিনের ইচ্ছা ছিল কিভাবে আমার অ্যান্ড্রয়েড মোবাইল ক্যামেরা দিয়ে প্রোফেশনাল মানের ছবি তুলতে পারবো। এখন কিছুটা হলেও এই ইচ্ছাটা পুরণ হয়েছে। যারা প্রোফেশনাল ফটোগ্রাফার তাদের ছবি গুলো কি চমৎকার ঝকঝকে আর জীবন্ত মনে হয়। একটা জিনিস লক্ষ্য করবেন তাদের ছবি গুলোর ব্যাকগ্রাউন্ড ব্লার বা ঝাপসা থাকে আর অবজেক্টটা থাকে একেবারে ক্লিয়ার। ঠিক নিচের ছবিটার মত।

blurred_background
আর এটাই প্রোফেশনাল ফটোগ্রাফীর কাজ। আর এটা করা হয় দামী ডিএসএলআর ক্যামেরা দিয়ে। আজ আমি সেই কাজটা করার একটা দারুন অ্যাপ দিচ্ছি তাও আবার প্রো ভারসন। এটি দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে ছবি তুলতে পারবেন না কিন্তু ছবি তোলার পর তা ঐ ইফেক্টটা দিতে পারবেন। যা দেখে মনে হবে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা। তো কথা না বাড়িয়ে ঝটপট অ্যপটি ডাউনলোড করে নিন এখনি। আর স্বাদ নিন ডিএসএলআর ক্যামেরার। এতে পাবেন দুই ধরনের টিউটোরিয়াল পাবেন- অফলাইন ভিডিও এবং স্লাইড। এ থেকে এর ব্যবহার বুঝতে পারবেন।
ডাউনলোড
ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।
cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=afb1c5df' border='0' alt='' /></a>
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment