Friday, June 20, 2014

কিভাবে আপনার Router এ Access করবেন,যদি User Nameএবং Password না জানেন?

Be the first to comment!
আপনি কি কখনো আপনার Router এর User Nameএবং Password change করেছেন?বা কখনো করতে গিয়ে পরে ভুলে গেছেন?কোনো টেনশন নেই,আজ আমি আপনাদের কে শিখাবো আপনি কিভাবে Router এ Access করবেন কোনো ঝামেলা ছাড়া.
অনেক লোক তাদের ব্রাউজারএর মাধ্যমে রাউটারে প্রবেশ করতে পারে না, কারন তারা তাদের রাউটারের পাসওয়ার্ড ভুলে যায় অথবা একেবারে জানেই না। কিন্তু এখানে একটি Trick আছে যার মাধ্যমে আপনি আপনার রাউটারে সহজে প্রবেশ করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলেও রাউটারে প্রবেশ করা যায়?
আসুন দেখে নেই ধাপগুলোঃ

আমরা আছি আপনাদের সাথে আপনার যত সমস্যা আছে আমাদের সাথে শেয়ার করুন।আমাদের ব্লগ সব সময় আপনাদের জন্য খোলা।
ধাপ ১: আপনার কম্পিউটারএর স্টার্ট বাটন এ ক্লিক করুন।
nn
ধাপ ২: তারপর সার্চ দিয়ে “Run” অপশন খুজে বের করুন ।
nn1
ধাপ ৩: Run অপশন এ “cmd” লিখুন এবং “Enter” বাটন চাপুন।
nn2
ধাপ ৪:  যখন Command Prompt  ওপেন হবে তখন “ipconfig” লিখুন এবং “Enter” বাটন চাপুন।
nn3
ধাপ ৫: আপনার Default Gateway under Ethernet Adapter (Local Area Connection) টি বের করুন   এবং এড্রেসটি কপি করুন।
nn4
ধাপ ৬:  তারপর আপনি আপনার ব্রাউজার এ যান এবং এড্রেসটি পাস্তে করুন। তখন আপনার কাছে একটি ইউজার নাম এবং পাসওয়ার্ড চাওয়া হবে।
nn5
ধাপ ৭: এরপর আপনি আপনার মডেম এ যান ।
nn6
ধাপ ৮:  এরপর Modem Access Code বের করার চেষ্টা করুন এবং কোডটি কোথাও লিখে রাখুন ।
nn7
ধাপ ৯: তারপর আপনি আপনার ওয়েব ব্রাউজার এ যান এবং আগের পেজ এ যান।
nn8
ধাপ ১০: Modem Access Code টি লিখুন।
nn9
user name এ জন্য “user”, “admin” “000″, “administrator” or blank অথবা other default Username আপনি ছিন্তা করতে পারেন।(without quotes)
nn10
আসা করা যাচ্ছে কোনো ঝামেলা না হলে আপনি access করতে পারছেন।
ধাপ ১২: Congratulations আপনি আপনার রাউটারের সকল প্রবেশাধিকার অর্জন করেছেন।
nn12
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment