Friday, June 20, 2014

আপনার ছবিকে কার্টুন বানান বেশি ঝামেলা করা ছাড়াই।

Be the first to comment!
কেমন আছেন? আসা করি ভালই আছেন। আজ আপনাদের শিখাব কিভাবে আপনার ছবিকে কার্টুন বানাবেন। কার্টুন বানানোর জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব। সফটওয়্যারটির নাম Caricature Soft Photo to Cartoon এর লেটেস্ট ভার্সন। এছাড়া আজ আমরা অনলাইনেও ছবিকে কার্টুন বানানো শিখবো।

»» প্রথমে শিখাব সফটওয়্যার দিয়েঃ

► সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃclick here
 কিভাবে কার্টুন বানাবেনঃ
  • সফটওয়্যার এবং কীগুলো ডাউনলোড করুন
  • সেটআপ ইন্সটল করুন
  • কী দিয়ে সফটওয়্যার অ্যাক্টিভ করুন
  • এইবার ছবিটি ফলো করুন এবং জেনে নিন কোনটার কি কাজঃ

  • A: এটা দিয়ে ছবি লোড করবেন যেইটাকে কার্টুন করবেন
  • B: এটা দিয়ে জুম করবেন
  • C: এটা দিয়ে জুম কমাতে হয়
  • D: সেভ বা প্রিন্ট করুন ছবিটি
  • E: ছবির আউটলাইন বা বোর্ডারের সংখ্যা বাড়ান বা কমান
  • F: কালার বাড়ান বা কমান
  • G: আউটলাইন বা বোর্ডার আকুন বা মুছুন
  • H: টিক দিলে কালার ঠিক থাকবে এবং আনটিক করলে কালার সাদা-কাল হিবে
  • I: ছবি ব্রাইট করুন বা অন্ধকার করুন
  • J: আউটলাইন বা বোর্ডার আকুন বা মুছুন
  • K: কালার স্প্লিট, মারজ বা ডেসপেকেল করুন
  • L: ছবিতে কথার ডায়লগ লাগান
  • M: যদি সমস্যা হয় তবে ভিডিও টিউটোরিয়াল দেখুন

»» দ্বিতীয়তে শিখুন অনলিনে কার্টুন করাঃ


  • তারপর কিছুক্ষন প্রসেসিং হবে
  • তারপর ছবি সেভ করুন

পোস্টটি ভাল লাগে অবশ্যই কমেন্ট করবেন

কোন সমস্যা হলেও কমেন্ট করবেন

ধন্যবাদ সবাইকে

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment