Saturday, January 4, 2014

মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার…

মোবাইল ফোন এখন আমাদের নিত্য সঙ্গী । এক মুহূর্ত মোবাইল ফোন ছাড়া থাকতে পারিনা । আমরা আমাদের প্রিয় মোবাইলকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে মোবাইলের কার্যক্ষমতাকে পরিপূর্ণ করে থাকি । তাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল ফোনের কিছু আকর্ষণীয় সফটওয়্যার ।


Restart & Shutdown:

অনেক সময় আমাদের মোবাইলফোন রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হয় । কিন্তু, বেশীরভাগ মোবাইল এ রিস্টার্ট সিস্টেম না থাকায় আমাদের ফোন বন্ধ করে আবার চালু করতে হয় । রিস্টার্ট & শাটডাউন সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই আপনি ফোন রিস্টার্ট এবং বন্ধ করতে পারবেন ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Advanced  Battery Saver:

আমাদের কঠিন বিপদের সম্মুখীন হতে হয় যখন আমাদের মোবাইলে চার্জ না থাকে । সফটওয়্যারটি জরুরি মুহূর্তে কলের জন্য ৩০ শতাংশ ব্যাটারির চার্জ সঞ্চয় রাখে । যখন মোবাইল এর চার্জ শেষ হয়ে যায় তখন সফটওয়্যার টি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

File Unzipped:

আমাদের অনেক সময় জিপ ফাইল আনজিপ করার প্রয়োজন হয় । তখন আমাদের কম্পিউটার দিয়ে তা আনজিপ করতে হয়  । কিন্তু যাদের কম্পিউটার নেই তাদের বিপদে পড়তে হয়। এই সমস্যা দূর করতে আমি নিয়ে এলাম একটি চমৎকার সফটওয়্যার যার মাধ্যমে আপনি অতি সহজেই জিপ ফাইল আনজিপ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

SnapShot:

যারা মোবাইল দিয়ে স্ক্রিন শট নিতে চান তাদের জন্য অতি প্রয়োজনীয় সফটওয়্যার এটি । সফটওয়্যারটির সাহায্যে অতি সহজেই আপনি মোবাইল দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন । এছাড়া, এতে কিছু এডভান্স ফিচার আছে যা আপনাকে দিবে আরও কিছু বাড়তি সুবিধা । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

NewsHunt:


এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি সিম্বিয়ান (V3 & V5) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


HTMLMaker:

এই খুব সহজে এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ যুক্ত করতে পারবেন । এছাড়া, মোবাইল দিয়ে এইচটিএমএল এর যাবতীয় কাজ করতে পারবেন । এমনকি এই সফটওয়্যারের মাধ্যমে সিএসএস এর কাজ করতে পারবেন । সফটওয়্যারটি সিম্বিয়ান (V2) ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


Nimbuzz chat:


ফেইসবুক ইউজ করে না এমন লোক খুব কম-ই দেখা যায় ।  ফেইসবুক চ্যাট শুধু কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ নয়, মোবাইল থেকেও ফেসবুক এ চ্যাট করা যায় । এজন্য অবশ্য বেশ কিছু সফটওয়্যারও পাওয়া যায় । এসব সফটওয়্যারের মধ্যে Nimbuzz একটি অন্যতম উপকারী সফটওয়্যার । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোন সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


IndiSMS:


এই সফটওয়্যার দিয়ে অভ্র এর মত ফোনেটিক পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন । অর্থাৎ ইংরেজীতে “Ami” লিখতে স্বয়ংক্রিয়ভাবে, “আমি” লেখা হয়ে যাবে । এই সফটওয়্যারটি ৯টি ভাষা সমর্থন করে । এছাড়া,  কিবোর্ড সিস্টেমেও বাংলা টাইপ করতে পারেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Prothom-alo:

এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি প্রথম-আলো পত্রিকা পড়তে পারবেন । এছাড়া, এতে প্রতিটি পত্রিকার পুরনো সংখ্যাও পড়তে পারবেন । ফলে, কোন খবর চাইলে যেকোনো সময় পড়তে পারবেন । এই সফটওয়্যার টি খুব কম ডাটা খরচ করে । সফটওয়্যারটি জাভা  ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Ringtone Cutter:

গান থেকে রিংটোন বানানোর এটি একটি চমৎকার সফটওয়্যার । এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই যেকোনো গানের কোন অংশ কেটে রিংটোন বানাতে পারবেন । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।

Jmp3Tag:

যারা অডিও গানে পছন্দের ছবি/চিত্র বসাতে চান তাদের জন্য এই সফটওয়্যার । এছাড়া, এই সফটওয়ারের মাধ্যমে অডিও গানের বিভিন্ন ট্যাগ (যেমনঃ Title,Artist, Album, Year, Composer & Picture) এডিট করা যায় । সফটওয়্যারটি জাভা এবং সিম্বিয়ান উভয় ফোনে সাপোর্ট করে ।
সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।


সফটওয়্যারগুলো কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment