না বোঝার জন্য মোবাইলে ইউনিকোড ব্যাবহার করতে পারে না। ফলে মোবাইলের মেসেজে বা ওয়েব পেজে বাংলা লেখা দেখতে না। যদিও অপেরা মিনি দিয়ে বিটমাপ ফন্ট ব্যবহার করে ওয়েব পেজে বাংলা লেখা দেখা যায় কিন' এতে অনেক ডাটা খরচ হয়। এইসব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটি পদ্ধতি তৈরী করছি। এর জন্য দরকার একটি সফটওয়্যার ও একটি ফন্ট। সফটওয়্যারটির নাম ফন্ট জুমার ও ফন্টটির নাম বিন্দু। প্রথমে এখান থেকে এই দুটিকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি আনজিপ করুন। আপনি xplore দিয়েও আনজিপ করতে পারেন আনজিপ হয়ে গেলে ফন্ট জুমার সফটওয়্যারটি ইন্সস্টল দিন। ইন্সস্টল হয়ে গেলে ফাইল ম্যানেজারে যান এবং ফোন মেমোরীতে দেখুন FontZoomerএই নামের ফোল্ডার তৈরী হয়েছে। এবার বিন্দু ফন্টটি কপি করে ওই ফোল্ডারে পেষ্ট করুন। এখন ফন্ট জুমার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এবার অপশনে যান এবং show font list সিলেক্ট করুন। এখন বিন্দু নামের ফন্টটি খুজে রেড় করুন ও সিলেক্ট করুন। এবার অপশন থেকেApply সিলেক্ট করে yes সিলেক্ট করুন।


এবার সফটওয়্যারটি বন্ধ করে আপনার ফোন রির্স্টাট দিন। কাজ শেষ। এবার সব খানে আপনি বাংলা লেখা দেখতে পাবেন।

তবে এই বাংলা লেখা প্রথম প্রথম বুঝতে হয়তো কষ্ট হবে ! তবে কিছু দিন ব্যবহার করলে আপনিও ভালভালে বুঝতে পারবেন ! প্রয়োজনে Font size ও Transparency বৃদ্ধি করে ফন্ট সাইজ বরো করুন !

আপনি চাইলে অন্য ফন্টও ব্যবহার করতে পারবেন ! ফন্ট লিস্ট থেকে সিলেক্ট করুন কোন ফন্ট ব্যবহার করবেন ! আপনি যেকোন ttf ফন্ট ব্যবহার করতে পারবেন ! এক্ষেত্রে ওই ফন্টটি কপি করে FontZoomer ফোল্ডারে রাখতে হবে এবং আগের ধাপ অনুসরন করতে হবে ! আগের ফন্ট চাইলে সফটওয়্যারটি ওপেন করে অপশন থেকে Reset to defult সিলেক্ট করুন এবং ফোন রিস্টাট দিন !

তবে কিছু ফোনের ক্ষেত্রে শুধু রিস্টাট দিলেই আগের ফন্ট চলে আসে! এই টিউনটি শুধু মাত্র হ্যাক করা ফোনের ক্ষেত্রে এবং যাদের ফোনের ডিফল্ট ফন্ট ttf ফরমাটের তাদের জন্য প্রজয্য
Post a Comment