Sunday, December 22, 2013

এখন ও যারা সিম্বিয়ান মোবাইল এ ফন্ট ব্যাবহার করতে পারেন নাই তাদের জন্য আজকের এই পোস্ট টি

যারা জানেন তারা ১০০০০০০০০ হাত দূরে থাকেন ... কারন আজকের পোস্ট মূলত তাদের জন্য যারা সিম্বিয়ান মোবাইল এ ফন্ট ইউস করতে জানে না।

তাহলে চলুন শুরু করা যাক...
যে ফন্ট সিম্বিয়ান এ ফন্ট  ব্যাবহার করবেন

প্রথমেই নিচ থেকে  font routor সফটওয়্যার টি ডাওণলোড করে মেমরি কার্ডে ইন্সটল দিন।


 ইন্সটল দেওয়া হয়ে গেলে সফটওয়্যার টি ওপেন করুন।

ওপেন করার পর সফটওয়্যার টির অপশনে কিল্ক করে open font এ সিলেক্ট করুন
নিচের ছবির মত


তাহলে আপনার মোবাইল এর ড্রাইভ গুলো আসবে এবং সেখান থেমে memory card সিলেক্ট করুন


 memory card সিলেক্ট করলে আপনার ফোল্ডার গুলো আসবে এবং  ফোল্ডার গুলো  আসলে সেখান থেকে data/fonts ফোল্ডার এ যান এবং গেলে সেখান অনেক গুলো ফন্ট 
(ttf) ফাইল দেখতে পাবেন এখান যে কোন ১টি ফন্ট সিলেক্ট করেন।


সিলেক্ট করা হয়ে গেলে সফটওয়্যার টির ভিতর থেকে বের হয়ে আসুন এবং আপনার মোবাইল একবার অফ করে অন করে দেখুন আপনার মোবাইল এর ফন্ট (লেখা ) চেঞ্জ হয়ে গেছে।


ধন্যবাদ সবাই কে

এটা তে ডিফল্ট ভাবে মাত্র কয়েক টা ফন্ট দেওয়া থাকে আপনি চাইলে আরও ফন্ট ইউস করতে পারেন । 

আপনাদের আমার পছন্দের একটা stylish ফন্ট দিচ্ছি এটা ইউস করে দেখতে পারেন এবং এটা তে বাংলা ও সাপোর্ট করবে
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment