Saturday, December 28, 2013

কিংষ্টার ও সিম্ফেনি মোবাইলকে আপনার পিসির মডেম হিসেব ব্যাবহার করুন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?  সবাইকে সুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম টিউন শুরু করছি। ভুল হলে ক্ষমা করবেন। আমরা বিভিন্ন কম্পানির মোবাইল হ্যান্ডসেট কিনেথাকি ।
তারমধ্যে অনেকে নোকিয়া ইউস করে মোবাইলকে ইন্টারনেট মডেম হিসেবে পিসিতে ইন্টারনেট চালায়। কিন্তু যারা চায়না ফোন ব্যাবহার করেন তারাও ইন্টারনেট মডেম হিসেবে তাদের হ্যান্ডসেটকে ব্যোবহার করতে পারেন। তবে এরজন্য প্রয়োজন পিসি সুইট। কিন্তিু এই পিসিসুইট খুজে পাওয়া যায় না। তাই আপনাদের জণ্য নিয়ে এলাম সিম্ফনি মোবাইলের পিসিসুইট click here অথবা click here এখান থেকে ডাউনলোড করুন এবং ইনেষ্টল করুন এর পর পিসিতে আপনার ফোনকে ড্যাটা কেবল এর সাথে কানেক্ট করুন । অন্যদিকে মোবাইল এ COM port  সিলেক্ট করুন। এবার সিম্ফনি পিসি সিুইট ওপেন করে
Screenshot_1.png
Screenshot_1
এরপর ইনেষ্টল করে ফিনিস করুন। আর ব্যাবহার করুন আপনার মোবইল ইন্টারনেট মডেম। এরপর আসি কিংষ্টার এর মডেম নিয়ে আমরা অনেকেই Kingstar  mobile  কিনে থাকি কিন্তু এর মডেম সফটওয়ার কিংষ্টার এর অফিসিয়াল ওয়েব সাউটে খুজে পাওয়া যায় না তাই । অনেকে আজও তাদের মোবাইলকে মডেম হিসেবে ব্রাবহার করতে পারেন নি । তাই এখন আপনার কিংষ্টার মোডেম ড্রাইভার টি ডাউনরোড করে নিন এখানথেকে http://www.dropbox.com/s/56jd8ph7hnqixrd/Kingstar KS-X7 Modem setup.exe অথবা http://www.mediafire.com/download/tr2bbj335ttooaw/Kingstar+KS-X7+Modem+setup.exe.html   এটি কিংষ্টার এর সব মডেল এর কাজ করবে। কিন্তু এটি পিসিসুইট নয় এটি শুধুমাত্র মডেম ড্রইভার. ডাউনরোড করে ইন্ষ্টল করুন এরপর মোবাইলকে ড্যাটাকেবল এর সাথে কানেক্ট করুন এরপর মোবাইলে মোডেম সিরেক্ট করুন সিম সিলেক্ট করুন  Screenshot_2
Screenshot_3Screenshot_5
এরপর আপনার মোডেম ড্রাইভার সফটটি ওপেন করুন
Screenshot_6Screenshot_7Screenshot_8Screenshot_9
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment