আমার মনে হয় এইবার আমি সবচেয়ে মোক্ষম টিউনটি করতে যাচ্ছি। অনেকেই অনেক
ধরনের ফ্রী এসএমএস করার নিয়ম দিয়েছেন দেখলাম কিন্তু কোনটাই মনপুতো হল
না। আমার কাছে ফ্রী এসএমএস করার সবচেয়ে সহজ উপায় আছে। আজ আপনাদের সাথে
শেয়ার করলাম
।
বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
১. প্রথমে এই লিংক এ গুতা মারেন : http://goo.gl/Rtvy1e
২. From : বক্সে আপনার মোবাইল নং লিখবেন। + বাদ দিয়ে 88 সহ যেমনঃ 8801900000000
৩. Country: বক্সে বাংলাদেশ সিলেক্ট করে দিন।
৪. To : এর বক্সে যাকে এসএমএস করবেন তার নাম্বার এই ফরম্যাটে টাইপ করুন যেমন ঃ 1900000000
(খেয়াল রাখবেন এখানে 088 ব্যাবহার হবে না।)
৫. Message : এ আপনার এসএমএস টাইপ করে সেন্ড করে দিন।
দেখবেন এসএমএস করার সাথে সাথে সেন্ড হয়। আপনি পরীক্ষা করে দেখতে চাইলে আপনার নিজ নাম্বার এ এসএমএস সেন্ড করে দেখতে পারেন।
আমার ফেসবুক: click
Tuesday, December 10, 2013
- Home
- Symbian Mobile
- আনলিমিটেড ফ্রী ফেক এসএমএস করুন যত খুশি।
Vai Valo Post .. Chaliye Jan
ReplyDelete