Monday, October 7, 2013

ফেসবুক পেজ ম্যানেজের জন্য একটি অ্যাপস।

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পেজের
সঙ্গে যুক্ত থাকা। কেউ মেসেজ দিলেন বা কমেন্ট করলেন, তাতে সাড়া দিতে দেরি করা চলবে না। এ জন্য স্মার্টফোনে নামিয়ে নিতে পারেন ফেসবুক পেজেস ম্যানেজার অ্যাপলিকেশনটি। এই অ্যাপস এর মাধ্যমে যা যা করা যাবে।
১. এর মাধ্যমে পোস্ট করা, ছবি আপলোড করা যাবে।
২. একাধিক পেজ ম্যানেজ করা যাবে।
৩. কভার ছবি বা প্রোফাইলে ছবি পরিবর্তন করা যাবে।
৪. কোনো কমেন্ট বাদ দেওয়া বা কাউকে ব্যান করা সম্ভব হবে।
এ ছাড়া অন্য পেজগুলোর আপডেটও পাওয়া যাবে।
অ্যাপসটির নামঃ ফেসবুক পেজেস ম্যানেজার
আকার: ১৮ মেগাবাইট
ডাওনলোড করতে এখানে ক্লিক করুন 
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment